facebook icon

ঢাবি এলাকায় ছাত্রলীগের বিক্ষোভ, একাধিক স্থান থেকে ককটেল উদ্ধার

টিডিসি রিপোর্ট  প্রকাশ: 16 June 2025, 10:58 AM , আপডেট: 17 June 2025, 06:05 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও এনেক্স ভবন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও এনেক্স ভবন   © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একাধিক স্থান থেকে অন্তত সাতটি ককটেল উদ্ধার করা হয়েছে। হাইকোর্ট প্রাঙ্গন এলাকা থেকেও একাধিক ককটেল উদ্ধার ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে সোমবার (১৬ জুন) ভোরে বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিব হল এলাকার বাইরে পরিবাগ ও শাহবাগে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মেডিকেল সেন্টার ও এনেক্স ভবন এলাকার দুটি স্থানে সাতটি ককটেল পাওয়া গেছে। একটি স্থানে চারটি এবং আরেকটি স্থানে তিনটি ছিল। তবে ক্যাম্পাসে কোনও বিস্ফোরণের ঘটনা ঘটেনি।

হাইকোর্ট এলাকায় তিনি ককটেল পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, সেখানকার একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এসব ককটেল থাকার খবর পেয়েই পুলিশকে জানানো হয়েছে। তাদের বোম্ব ডিসপোজাল ইউনিট এগুলো নিয়ে গেছে। তারা পরীক্ষা-নিরীক্ষা দেখছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন: কমিটিতেই আটকা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগ-সংস্কার

বিশ্ববিদ্যালয়ের আশপাশে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ করেছেন জানিয়ে প্রক্টর বলেন, ভোরে পরিবাগ এলাকায় বিক্ষোভের খবর পেয়েছি। সার্বিক বিষয়ে সিসি ক্যামেরার ফুটেজ আছে কিনা দেখা হচ্ছে। ফুটেজ পেলে সেগুলো দেখা হবে। ককটেলগুলো ময়লার ব্যাগে রাখা ছিল। সার্বিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

School থেকে আরও পড়ুন

ads
সর্বশেষ সংবাদ