facebook icon

শহীদ ও আহত পরিবারের মাঝে শাবিপ্রবি শিবিরের কোরবানির গোশত বিতরণ

শাবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: 09 June 2025, 11:54 AM , আপডেট: 10 June 2025, 12:15 AM
শাবিপ্রবি লোগো ও শিবির লোগো
শাবিপ্রবি লোগো ও শিবির লোগো   © সংগৃহীত

জুলাই মাসের গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের মাঝে কুরবানির গোশত বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রবিবার (৮ জুন) সন্ধ্যায় শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সিলেটে গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থী ও সাংবাদিকসহ বহু মানুষ প্রাণ হারিয়েছেন। অনেক পরিবার আহত হয়ে চিকিৎসার খরচসহ নানান আর্থিক সংকটে ভুগছেন। তাদের অনেকেই হতদরিদ্র, যাদের কুরবানির সামর্থ্য নেই। সেই সকল পরিবারের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে আসছে স্ট্যাটাস শেয়ার ফিচার

এ বিষয়ে শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য তারেক মনোয়ার বলেন, ‘ঈদ মানুষের জীবনে সম্প্রীতি, সৌহার্দ্য ও সমতার বার্তা নিয়ে আসে। যাদের আত্মত্যাগ আর জীবনের বিনিময়ে আমরা আজকের নতুন স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই ভাবনা থেকেই এই ক্ষুদ্র প্রচেষ্টা।’

গোশত বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন শাবিপ্রবির সাবেক সভাপতি ইউসুফ হাসান আকন্দ, শাখা সেক্রেটারি মাসুদ রানা তুহিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

College থেকে আরও পড়ুন

ads
সর্বশেষ সংবাদ