facebook icon

আজহারের মুক্তিতে শাহবাগের কণ্ঠে পরাজয়ের আর্তনাদ: আবরার ফাইয়াজ

টিডিসি রিপোর্ট প্রকাশ: 28 May 2025, 02:23 AM , আপডেট: 28 May 2025, 05:30 PM
আবরার ফাইয়াজ
আবরার ফাইয়াজ   © ফাইল ফটো

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের হাতে নিহত আবরার ফাহাদের ছোটভাই ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজ নিজের ব্যাক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের এক স্ট্যাটাসে বলেছেন, 'এটিএম আজহারের মুক্তিতে শাহবাগের কণ্ঠে আজ পরাজয়ের আর্তনাদ শোনা যাচ্ছে।'

বুধবার (২৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ফাইয়াজ নিজের মতামত তুলে ধরেন।

তিনি আরও লিখেন, একাত্তরের প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচারের পথ চিরদিনের জন্য ধ্বংস করেছে এই শাহবাগই।

ফাইয়াজ আরও লিখেন, আশা করি, বিএনপি-জামায়াত তাদের নেতাকর্মীদের রক্তের সাথে বেইমানী না করে শাহবাগ তৈরির সাথে জড়িতদের বিচার করবে একদিন।

College থেকে আরও পড়ুন

ads
সর্বশেষ সংবাদ